নিজের প্রত্যাশা সন্তানদের উপরে চাপিয়ে দেবেন না। অভিভাবকদের এমনই পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বহু-আকাঙ্ক্ষিত পরীক্ষা পে চর্চা। দেশের ৩৮ লক্ষ পড়ুয়া নিজেদের নাম রেজিস্টার করেছেন।
অনুষ্ঠানের শেষ প্রশ্ন ছিল, পড়ুয়ারা সমাজে কীভাবে আদর্শ মানুষ হয়ে উঠবে। এর উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, দশম বা দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়ে যাওয়ার পর অভিভাবকদের পড়ুয়াদের হাতে কিছু টাকা দিয়ে ঘুরে আসার কথা বলা উচিত। এই কয়েক দিনে কী কী শিখল তারা, তা জানতে চান অভিভাবকরা। এতেই তাদের পড়ুয়ারা সমাজ সম্পর্কে পরিচিত হবে, শিক্ষিত হবে। ঘরবন্দি করে রাখলে চলবে না। শিশুদের মানসিক, সামাজিক বিস্তার হতে দিতে হবে। তাদের ছোটবেলায় মামাবাড়ি, কাকার বাড়ি যাওয়া হত ছুটি পড়লেই, এর অন্যতম উদ্দেশ্য ছিল সমাজের সঙ্গে পরিচিত করানো। সন্তানদের স্বভাব-আচরণ সম্পর্কে সচেতন হতে হবে অভিভাবকদের। কিন্তু তাদের উপরে নিজের প্রত্যাশা চাপিয়ে দেওয়া উচিত নয়। সন্তানকে সুযোগ দিলেই, তবেই সে আদর্শ মানুষ হিসাবে বেড়ে উঠবে।