প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই দেশে একদিনে ৩ টি বায়ুসেনার বিমান ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশে প্রশিক্ষণরত অবস্থায় মাঝ আকাশে ভেঙে পড়ে সুখোই ৩০ এবং মিরাজ ২০০০ বিমান।
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চালকের। শনিবার মধ্যপ্রদেশের মোরেনাতে এই জোড়া দুর্ঘটনা ঘটে। গোয়ালিয়রে বায়ুসেনার ঘাঁটি থেকে আকাশে উড়েছিল বিমান দু’টি। তাদের প্রশিক্ষণ চলছিল। বায়ুসেনা সূত্রে খবর, দুর্ঘটনার কবলে পড়া মিরাজ ২০০০ বিমানটিতে ছিলেন এক জন চালক। তবে সুখোই ৩০ বিমানটিতে চালকের সংখ্যা ছিল ২। তাদের মধ্যে দু’জন চালককে উদ্ধার করা গিয়েছে। আহত হলেও তাঁরা নিরাপদ। তবে তৃতীয় চালককে উদ্ধারের জন্য চপার নামিয়েছিল বায়ুসেনা। পরে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, রাজস্থানেও দুর্ঘটনার কবলে পড়েছে বায়ুসেনার একটি বিমান। ভরতপুরে যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়ে বিমানটি। এদিকে, পর পর দুর্ঘটনায় উদ্বিগ্ন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
হয়েছে উদ্ধারকাজ।