উৎসবের মাসেই ৩০ হাজার দরিদ্র মানুষের মাথায় “ছাদ তৈরি করার ব্যবস্থা করছে মোদী সরকার। প্রবল ঠাণ্ডা বা বৃষ্টিতে দরিদ্র পরিবারগুলিকে যাতে কোনও রকম সমস্যায় না পরেন, তার জন্য মহারাষ্ট্রের গোলাপুরে সবথেকে বড় হাউজিং প্রজেক্ট চালু করতে চলেছেন প্রধানমন্ত্রী।
এছাড়া ধারাভি ও কামাথিপুরা বস্তি নতুন করে তৈরি করে দেওয়ার কথাও বলেছে মহারাষ্ট্র সরকার। জানা গিয়েছে, সোলাপুররে রায়নগরে ১০০ একর জমির ওপরে তৈরি এই প্রকল্পে ৩০ হাজার বাড়ি প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে ১৫ হাজার পাকা বাড়ি তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদেশ বাৰ্ষিক আয় ৩ লক্ষের কম, তাদের বাড়ি দেওয়া হবে। এই প্রকল্পের বাড়ি পাবেন বস্ত্র শিল্প, বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক, নির্মাণ শ্রমিকেরা।