উত্তরপ্রদেশের লখনউয়ে একটি চারতলা বাড়ি ভেঙে কমপক্ষের ৩ জনের মৃত্যু হয়েছে।জানা গিয়েছে, ওই বহুতলের ধ্বংসস্তূপে ৪টি পরিবারের ৮ জন সদস্য আটকে পড়েছিলেন। মঙ্গলবার লখনউয়ের হজ়রতগঞ্জে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই পুরনো বহুতলটি।
উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন, এই দুর্ঘটনায় ৩ জন মারা গিয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা-সহ রাজ্যের উদ্ধারকারী দল। পৌঁছন উপমুখ্যমন্ত্রীও। তাঁর তদারকিতে জোরকদমে উদ্ধারকাজ চলেছে। দুপুরেই দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছিল।তার জেরেই এই দুর্ঘটনা কিনা, তা খতিয়ে দেখছে প্রশাসন।