!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

33.1 C
Kolkata
33.1 C
Kolkata
More
    HomeNewsdeskপিওকে-তে পাকিস্তান আধাসেনার গুলি, মৃত ৩

    পিওকে-তে পাকিস্তান আধাসেনার গুলি, মৃত ৩

    Published on

    সাম্প্রতিক খবর

    পাক অধিকৃত কাশ্মীরে প্রতিবাদীদের ওপর ফের পাকিস্তান আধাসেনার গুলিতে মৃত্যু হয়েছে ফের তিন জনের। গুরুতর আহত আরও ৬ জন।
    ঘটনাচক্রে পাক অধিকৃত কাশ্মীরের জনরোষ সামাল দিতে পাকিস্তান সরকারের বিশাল অঙ্কের আর্থিক সাহায্য ঘোষণার পরের দিনই ফের মৃত্যু হয়েছে ৩ জনের।জানা গিয়েছে, আর্থিক সাহায্যের ঘোষণার পরেই মুজঃফরাবাদ ছেড়ে বিদায় নিচ্ছিল পকিস্তানের আধাসামরিক বাহিনী পাক রেঞ্জার্স। ১৯টি গাড়ির কনভয়ে যাচ্ছিলেন আধাসেনা কর্মীরা। আচমকাই তাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করেন স্থানীয় গ্রামবাসীরা। পাল্টা জবাবে উত্তেজিত জনতাকে লক্ষ্য করে গুলি চালান সেনাকর্মীরাও। তাতেই তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর। উল্লেখ্য, অস্বাভাবিক হারে কর বৃদ্ধি, মুদ্রাস্ফীতি -সহ একাধিক বিষয়ের বিরুদ্ধে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সরব হয়ে শুক্রবার প্রতিবাদে নামে পাক অধিকৃত কাশ্মীরের জনতা। সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে টানা প্রতিবাদ মিছিল করছে জম্মু-কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি। প্রতিবাদ রুখতে বিভিন্ন জায়গায় পাক রেঞ্জার্স ও পুলিশবাহিনী মোতায়েন করেছে সরকার। অসংখ্য মানুষকে গ্রেফতারের পাশাপাশি গুলি চালিয়েছে পাকিস্তান পুলিশ।
    Your ad here

    আরো খবর