Monday, July 22, 2024
Top News‘খাদান’ লুক ফাঁস, আবেগঘন দেব

‘খাদান’ লুক ফাঁস, আবেগঘন দেব

অভিনেতা দেব চ্যালেঞ্জ নিতে বরাবর ভালোবাসেন। তাই প্রযোজনার ময়দানে নেমেছিলেন। সেখানেও চ্যাম্প’ দেব।

বক্স অফিসকে টেক্কা দিয়ে হয়েছেন টলিউডের প্রধান। দেখতে দেখতে সাতটা বছর কেটে গিয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের। বিশেষ ভিডিও শেয়ার করে দিনটাকে স্মরণীয় করে রাখলেন দেব। ক্যাপশনে দিয়েছেন আবেগঘন বার্তা। তাতেই আবার কমেন্ট করেছেন রুক্মিণী মৈত্র।২০১৭ সালে মুক্তি পেয়েছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রথম সিনেমা,চ্যাম্প। তার পর থেকে যে সমস্ত সিনেমা মুক্তি পেয়েছে, আর আগামীতে যে সিনেমা দর্শকের দরবারে আসবে তার একটি কোলাজ ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা- প্রযোজক দেব।এই তালিকাতেই রয়েছে ,টেক্কা। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি মুক্তি পাবে পুজোয়। তার পরই রয়েছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত বিনোদিনী আর সুজিত দত্তর খাদান। সিনেমার দ্বিতীয় পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। ভিডিওর মাধ্যমে একথা জানিয়ে ক্যাপশনে দেব লিখেছেন,এই সুন্দর সফরের জন্য তাঁর সিনেমার সমস্ত ফ্যান ফলোয়ারকে ধন্যবাদ। অভিনেতা দেব ধন্যবাদ জানাচ্ছেন তাঁর সমস্ত পার্টনার, পরিচালক, সহ-অভিনেতা, টেকনিশিয়ানস আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তাঁর টিমকে যাঁদের ছাড়া এই সফর সম্ভব হোতো না।”

More News

শীতে শিবু-সৃজিত-দেব-অতনু

0
বাংলা ছবির পাশে দাঁড়ান, কথাটা বাংলা বিনোদন দুনিয়ায় শোনা  যাচ্ছে এখন খুব। সেই নীতি মেনেই এই...

আবাসনে সংবর্ধিত দেব-রচনা

0
দুজনেই সেলিব্রিটি, সদ্য ভোটে জিতে হয়েছেন  সাংসদ। দেব, রচনার এমন সাফল্যে উচ্ছ্বসিত আরবানার বাসিন্দারা। ফল বেরতেই...

ভোট এলেই ইস্যু সাম্প্রদায়িকতা – দেব

0
ভোট এলেই সাম্প্রদায়িকতাকে ইস্যু করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন দেব। তিনি বলেছেন ভোটে...