দেশের প্রায় চার কোটি করোনার টিকার একটি ডোজও নেননি। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পওয়ার।
সেখানে কেন্দ্রীয় মন্ত্রী একটি লিখিত বিবৃতিতে জানিয়েছেন, দেশে করোনা টিকাকরণ শুরু হওয়ার পর থেকে ১৮ জুলাই পর্যন্ত ১,৭৮,৩৮,৫২,৫৬৬ টিকাকরণ হয়েছে। সরকারি করোনা টিকাকেন্দ্রে ৯৭.৩৪ শতাংশ টিকাকরণ হয়েছে বলে জানায় কেন্দ্র।দেশের স্বাস্থ্যকর্মী, সামনের সারির যোদ্ধা এবং ৬০ বছরের বেশি বয়সিদের জন্য বিনামূল্যে করোনা টিকাকরণ শুরু হয় ১৬ মার্চ থেকে। এর পর ১০ এপ্রিল থেকে শুরু হয় ১৮ থেকে ৫৯ বছর বয়সিদের করোনা টিকাকরণ।স্বাধীনতার ৭৫ বর্ষ উদ্যাপনের জন্য সরকারের আজাদি কা অমৃত মহোৎসব-এর অংশ হিসাবে করোনা সতর্কতায় বিশেষ ভাবে জোর দেওয়া হয়।স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের দাবি, ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯৮ শতাংশ অন্তত একটি করোনা টিকা পেয়েছেন। ৯০ শতাংশের সম্পূর্ণ টিকাকরণ হয়েছে।