Sunday, July 14, 2024
Top Newsনিউ ইয়র্কে ছুরি হামলায় নিহত ৪ 

নিউ ইয়র্কে ছুরি হামলায় নিহত ৪ 

আমেরিকার নিউ ইয়র্কে ছুরি হামলায় কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। পুলিশকে ফোন করে এক মহিলা জানিয়েছিলেন, তাঁর এক তুতো ভাই তাদের বাড়িতে ঢুকে হামলা চালাচ্ছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিউ ইয়র্কের কুইনসে ফার রকওয়ে এলাকার বিচ ২২ নম্বর রাস্তার ওই ঠিকানায় পৌঁছে যায় পুলিশ। দু’জন অফিসার বাড়িটির সামনে পৌঁছে দেখেন, মালপত্র টেনে বেরোনোর তাল করছে এক ব্যক্তি। ওদিকে বাড়িটিতে আগুন জ্বলছে। ওই যুবকের সঙ্গে কথা বলতে গেলে ধারাল ছুরি নিয়ে পুলিশকর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়ে সে। এক জনের ঘাড়ে, বুকে হামলা চালায়। অন্য জনের মাথায় আঘাত লাগে। এক পুলিশকর্মী কোনও রকমে নিজের সার্ভিস রিভলভার বার করে গুলি চালাতে সক্ষম হন। সেই গুলিতে লুটিয়ে পড়ে হামলাকারী। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। পরে ঘটনাস্থলে যান আরও অফিসারেরা। পৌঁছয় দমকল বাহিনী। এই ঘটনায় বাড়িটির সামনে থেকে ১১ বছরের এক বালিকাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। বাড়ির ভিতরে উদ্ধার হয় ১২ বছরের এক বালক, ৪৪ বছরের এক মহিলা ও এক ব্যক্তির দেহ। ৬১ বছরের এক বৃদ্ধাকে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম কোর্টনি গর্ডন। আগেও গার্হস্থ্য হিংসার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল।

More News

অন্তঃসত্ত্বা বধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

0
গৃহবধুকে খুন করে বাড়িতে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুর...

সায়েন্স সিটির কাছে পুকুরে বাংলাদেশি যুবকের দেহ

0
সায়েন্স  সিটি এলাকার একটি পুকুর থেকে বাংলাদেশি যুবকের দেহ উদ্ধার হয়েছে। প্রগতি ময়দান থানা এলাকায়...

দুধের গাড়িতে ধাক্কা মেরে উল্টালো বাস, মৃত ১৮

0
যাত্রীবোঝাই বাস ও দুধের ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে এক শিশু সহ- ১৮ জনের।...