মায়ানমারে চারজন সমাজকর্মীর মৃত্যুদণ্ড কার্যকরকে নিয়ে সরব হয়েছে রাষ্ট্রপুঞ্জ সহ বেশকিছু দেশ। জানা গিয়েছে, ওই চার জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে এপ্রিল মাসেই তাঁদের মৃত্যুদণ্ড দিয়েছিল জুন্টা সরকার।
২০২১ সালে জুন্টা সরকারের বিরুদ্ধে মায়ানমারের আমজনতা যে বিক্ষোভ দেখিয়েছিল তাতে সক্রিয় ভূমিকায় ছিলেন এই চার ব্যক্তি। এই চার জনের রয়েছেন প্রাক্তন নেত্রী সু কি-র ঘনিষ্ট হিপহপ শিল্পী জেয়া থাও। গত ১০ বছরে এই প্রথম মায়ানমারে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তাঁদের বিচার প্রক্রিয়া ও মৃত্যুদণ্ডের বিষয়ে তেমন তথ্য কোনো দেয়নি মায়ামনার সরকার। এই খবর সামনে আসার পরই আন্তর্জাতিক মহলের হতক্ষেপের আবেদন করেছে মায়ানমার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই চারজন ব্যক্তির খুনের তীব্র নিন্দা করেছে। এই ঘটনাকে নিষ্ঠুর বলে বর্ণনা করেছেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান মিশেল ব্যাচেলেট। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মায়ানমার সরকার মানবাধিকার রাখতে অক্ষম এই ৪ ব্যক্তির মৃত্যু তা প্রমান করেছে।