ইউটিউবের ১০টি চ্যানেলের ৪৫টি ভিডিওকে নিষিদ্ধ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ভুল তথ্য দিয়ে মিত্র দেশগুলির সঙ্গে সম্পর্ক খারাপ করার চেষ্টার অভিযোগে ইউটিউব থেকে ১০টি চ্যানেলকে নিষিদ্ধ করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রালয়ের গাইডলাইন অনুযায়ী চ্যানেলগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এবিষয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, নিষিদ্ধ হয়ে এই ৪৫টি ভিডিও গুলিতে ধর্মীয় বিষয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। তাই দেশের নিরাপত্তা কথা মাথায় রেখেই ভিডিওগুলিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রালয়। এর আগে অগাস্ট মাসেও ৭টি ভারতীয় ও ১টি পাকিস্তানি চ্যানেলকে ২০২১-এর আইটি রুল অনুসারে ব্লক করা হয়েছিল।