আমেরিকার টেক্সাসে একটি ট্রাকের ভেতরে ৪৬ জনের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃতরা সকলেই অধিবাসী।
একটি ট্রাক্টর ট্রেলারের মধ্যে করে ওই অধিবাসীরা সান অ্যান্টোনিওতে আসছিলেন। এক আধিকারিক জানিয়েছেন ট্রাকে থাকা আরও ১৬ জনকে সান অ্যান্টোনিওর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ট্রাকেই পাওয়া গিয়েছে ৪৬ জনের দেহ। এখনও পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি পুলিশ।ঘটনাস্থলে পৌঁছেছেন বিশেষজ্ঞরা। গত ১ দশকে মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকা প্রবেশ করতে গিয়ে অন্তত এক হাজার জনের মৃত্যু হয়েছে। তবে ট্রাকের বদ্ধ ট্রেলারের মধ্যে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় সবথেকে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে।সান অ্যান্টোনিওর ওয়ালমার্টের সামনে পার্ক করে রাখা ট্রেলারে এমনই ভাবে ১০ জন অভিবাসীর মৃত্যু হয়েছিল ২০১৭ সালে। ২০০৩ সালে সান অ্যান্টোনিওর দক্ষিণ পূর্বে একটি বাঁকানো ট্রাক থেকে ১৯ জন অভিবাসীকে খুঁজে পাওয়া যায়।আমেরিকায় সবথেকে বেশি অবৈধ অনুপ্রবেশ ঘটে এল পাসো, সান দিয়েগো, টেক্সাস সীমান্ত দিয়ে।