রাজস্থানে খাল থেকে শিশু-সহ একই পরিবারের ৭ জনের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের থেকে তাঁরা খবর পান একটি পরিবার নর্মদার খালে আত্মহত্যা করতে চলেছে।
সেই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ। কিন্তু ততক্ষণে খালের জলে ঝাঁপ দিয়েছিল গোটা পরিবার।এরপরেই তল্লাশির জন্য রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ডাকা হয়। কয়েক ঘন্টা পর ৫ শিশু-সহ ৭ জনের দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা গিয়েছে, শেষে যে ছ’জনের দেহ উদ্ধার করা হয়েছিল, তাদের হাত বাঁধা ছিল একই দড়িতে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গালিপা গ্রামের বাসিন্দা শঙ্করলাল। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত। কয়েকদিন দিন কয়েক আগেই গ্রামেরই কয়েক জন ওই পরিবারকে হেনস্থা করেছিল বলে অভিযোগ ওঠে। একটি পঞ্চায়েত বৈঠকও ডাকা হয়েছিল। কিন্তু সমস্যার সমাধান হয়নি। ফলে বিষয়টি নিয়ে মানসিক চাপে ছিলেন দম্পতি।