Wednesday, September 27, 2023
Top Newsঅসমে পথ দুর্ঘটনায় মৃত ৭  ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

অসমে পথ দুর্ঘটনায় মৃত ৭  ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

অসমে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। জানা গিয়েছে, সোমবার ভোরে গুয়াহাটিতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ১০ জন পড়ুয়া মিলে গাড়ি নিয়ে ছাত্রাবাস থেকে বেরিয়েছিলেন।

কিন্তু  জুলুকবাড়ি এলাকায় অতিরিক্ত গতির জেরে নিয়ন্ত্রণ হারান চালক। গাড়ি নিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। তারপর গাড়িটি সোজা গিয়ে মারে একটি পিকআপ ভ্যানে।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ৭ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু হয়েছে। আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন। গাড়ির বাকি ৩ পড়ুয়াকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের সকলেরই অবস্থা আশঙ্কাজনক। চালক-সহ পিকআপ ভ্যানের তিন সওয়ারিও আহত হয়েছেন। সূত্রের খবর, ওই গাড়িটি চালাচ্ছিলেন এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াই। তাঁর লাইসেন্স ছিল বা তিনি মত্ত অবস্থায় ছিলেন কিনা ময়নাতদন্তের রিপোর্টে তা পরিষ্কার হবে বলে পুলিশ সূত্রে খবর।

More News

সিউড়িতে লরি উল্টে মৃত ২, ময়ূরেশ্বরে দুর্ঘটনায় আহত ৬

0
বীরভূমের সিউড়ির বেহিরা কালীতলার কাছে নয়ানজুলিতে লরি উল্টে মৃত্যু হয়েছে দু'জনের। ঘটনায় আহত হয়েছেন সাত...

অনলাইন প্রতারণা : গুয়াহাটিতে গ্রেফতার ১৯১ জন

0
অসমে অনলাইন প্রতারণাচক্রের অভিযোগে গুয়াহাটি থেকে ৪৭ তরুণী-সহ ১৯১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে...

মিনাখাঁয় পথ দুর্ঘটনায় মৃত ২

0
উত্তর ২৪ পরগনার বসিরহাটের মিনাখাঁয় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের। দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে...