Sunday, September 24, 2023
Top Newsঝাড়খণ্ডে জলে ডুবে মৃত্যু ৭ কিশোরীর

ঝাড়খণ্ডে জলে ডুবে মৃত্যু ৭ কিশোরীর

ঝাড়খণ্ডে দুটি পৃথক ঘটনায় জলে ডুবে মৃত্যু হয়েছে ৭ কিশোরীর। গিরিডির এসপি দীপক কুমার জানিয়েছেন, মঙ্গলবার সকালে পুজোর আগে ৫ জন কিশোরী পুকুরে স্নান করতে গিয়েছিল।
আচমকা গভীর জলে ডুবে যায় ৪ কিশোরী। বাকি এক কিশোরী উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশ পৌঁছে ঘটনাস্থল থেকে ৪ কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে।অন্যদিকে, সাহেবগঞ্জ জেলায় নদীতে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হয়েছে ৩ কিশোরীর।বারহেত থানার একপুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে খেরওয়া গ্রামে। সোমবার বিকেলে গ্রামের একটি নদীতে স্নান করতে গিয়েছিলেন ৩ কিশোরী। কিন্তু টাল সামলাতে না পেরে গভীর জলে ডুবে মৃত্যু হয় তাদের।ওই ৩ কিশোরী গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল।গ্রামবাসীদের সহায়তায় মৃতদেহগুলি উদ্ধার করে পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে।

More News

অবশেষে ডেঙ্গির ভ্যাকসিন, নভেম্বরে ফাইনাল ট্রায়াল 

0
অবশেষে রাজ্যে আসছেন বহু প্রতীক্ষিত ডেঙ্গির ভ্যাকসিন। নভেম্বরেই স্বেচ্ছাসেবকদের মধ্যে তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে...

ঝাড়খণ্ডে কয়লা খনিতে ভূমিধসে মৃত ৩ মহিলা

0
ঝাড়খণ্ডে কয়লা খনি এলাকায় শৌচকর্ম করতে গিয়ে ভূমিধসে মৃত্যু হয়েছে ৩ মহিলার। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের...

নয়ডায় বহুতলের লিফট ভেঙে মৃত ৪ শ্রমিক

0
উত্তরপ্রদেশের নয়ডায় নির্মীয়মাণ বহুতলের লিফ্‌ট ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ৪ শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন আরও...