Wednesday, September 27, 2023
Top Newsনাকতলার ফ্ল্যাটে আগুন, ৯ পোষ্য-র মৃত্যু

নাকতলার ফ্ল্যাটে আগুন, ৯ পোষ্য-র মৃত্যু

নাকতলা রোডের ফ্ল্যাটে আগুন লেগে ৮টি বিড়াল এবং একটি কুকুরের  মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি বিড়াল ও কুকুরগুলো খাঁচাবন্দি অবস্থায় ছিল। আগুন লাগার ফলে বন্ধ ফ্ল্যাটে পুড়ে  মৃত্যু হয়েছে তাদের।

জানা গিয়েছে শনিবার গভীর রাতে নেতাজিনগর থানার ৩৫ বি নাকতলা রোডের একটি চার তলা আবাসনের এক তলায় বন্ধ ফ্ল্যাটে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টালিগঞ্জ দমকল। ভোরের দিকে আগুন নিযন্ত্রণে আসার পর দমকলের লোকজন ফ্ল্যাটে ঢুকলে বিড়াল, কুকুরের পোড়া দেহ গুলো খুঁজে পায়। পুলিশ সূত্রে খবর ওই ফ্ল্যাটের মালিক যাদবপুরের সাউথ সিটির বাসিন্দা। তিনি রোজ পোষ্যগুলিকে খাওয়াতে আসতেন। স্থানীয়দের দাবি ফ্ল্যাটে দুর্গন্ধের জেরে তিনি রোজ ধূপকাঠি জ্বালাতেন। সেই ধূপকাঠি থেকে আগুন লেগে থাকতে পারে বলে পুলিশের অনুমান।

More News

পঞ্চায়েত অফিস থেকে কুকুরের ফোন, আজবকাণ্ড গুপ্তিপাড়ায়

0
পঞ্চায়েত অফিস থেকে কুকুরের ফোন, এমনই অবাক কাণ্ড ঘিরে তোলপাড় হুগলির গুপ্তিপাড়া। জানা গিয়েছে শনিবার...

কাউকে হাই তুলতে দেখলে নিজেরও হাই 

0
দিনে মানুষ কয়বার হাই তোলে? একবার? দু’বার? উত্তরটা হলো দিনে ২০ বার। এটি কিন্তু আবার...