নাকতলা রোডের ফ্ল্যাটে আগুন লেগে ৮টি বিড়াল এবং একটি কুকুরের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি বিড়াল ও কুকুরগুলো খাঁচাবন্দি অবস্থায় ছিল। আগুন লাগার ফলে বন্ধ ফ্ল্যাটে পুড়ে মৃত্যু হয়েছে তাদের।
জানা গিয়েছে শনিবার গভীর রাতে নেতাজিনগর থানার ৩৫ বি নাকতলা রোডের একটি চার তলা আবাসনের এক তলায় বন্ধ ফ্ল্যাটে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টালিগঞ্জ দমকল। ভোরের দিকে আগুন নিযন্ত্রণে আসার পর দমকলের লোকজন ফ্ল্যাটে ঢুকলে বিড়াল, কুকুরের পোড়া দেহ গুলো খুঁজে পায়। পুলিশ সূত্রে খবর ওই ফ্ল্যাটের মালিক যাদবপুরের সাউথ সিটির বাসিন্দা। তিনি রোজ পোষ্যগুলিকে খাওয়াতে আসতেন। স্থানীয়দের দাবি ফ্ল্যাটে দুর্গন্ধের জেরে তিনি রোজ ধূপকাঠি জ্বালাতেন। সেই ধূপকাঠি থেকে আগুন লেগে থাকতে পারে বলে পুলিশের অনুমান।