Thursday, June 13, 2024
Top Newsমেক্সিকোর নির্বাচনী প্রচারে মঞ্চ ভেঙে মৃত ৯

মেক্সিকোর নির্বাচনী প্রচারে মঞ্চ ভেঙে মৃত ৯

মেক্সিকোর নির্বাচনে প্রচার চলাকালীন মঞ্চ ভেঙে শিশু-সহ কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত ৫০ জন।

জানা গিয়েছে, উত্তর মেক্সিকোর নুয়েভো লিয়নের সান পেদ্রো গার্জা গার্সিয়া নামক শহরে প্রেসিডেন্ট নির্বাচনে জর্জ আলভারেজ মেনেজের প্রচারসভা ছিল। সিটিজেন্স মুভমেন্ট পার্টির এই প্রার্থী যখন প্রচার করছিলেন, তখন আচমকাই দমকা হাওয়া শুরু হয়। তাতেই হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে। এই ঘটনার যে ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে, একেবারে দর্শকদের দিকে মঞ্চ ভেঙে পড়ে। পার্টির কর্মী এবং দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। জর্জ আলভারেজ মেনেজও আহত হয়েছেন। তবে তাঁর চোট গুরুতর নয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে তিনি দুর্ঘটনাস্থলে যান। দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়েছেন জর্জ আলভারেজ মেনেজ। তিনি আপাতত প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ২ জুন মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচন। একইসঙ্গে স্টেট এবং মিউনিসিপ্যাল নির্বাচনও হবে।

More News