এক সপ্তাহেই পুনেতে ন’জনের শরীরে মিলেছে জিকা ভাইরাসের সংক্রমণ। আক্রান্তদের মধ্যে দু’জন অন্তঃসত্ত্বা মহিলা-সহ রয়েছেন ৯ জন।
জিকা ভাইরাসে আক্রান্ত অন্তঃসত্ত্বাদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। পুনের স্বাস্থ্য দপ্তরের তরফে এ তথ্য জানানো হয়েছে। এ পর্যন্ত পুনেতে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫। পুরসভার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত মোট ১০৯ জনের নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। ১৬ জন অন্তঃসত্ত্বার নমুনাও পাঠানো হয়েছে।পুনের ইরান্ডওয়ানে জিকা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা বাড়তেই এলাকায় নজরদারি চালাচ্ছেন স্বাস্থ্যকর্তারা।