ক্যালিফোর্নিয়ার ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই আমেরিকায় তিনটি পৃথক জায়গায় বন্দুকবাজের হামলায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আমেরিকার আইওয়া প্রদেশের ডেস মোইনেস শহরের একটি যুব প্রশিক্ষণ কেন্দ্রে আচমকাই হামলা চালায় বন্দুকবাজেরা।
স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন। দুষ্কৃতীদের গুলিতে আহত হন দুই ছাত্র-সহ তিন জন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন ওই দুই ছাত্রের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শিক্ষকের চিকিৎসা চলছে।ঘটনায় তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে শহরে পৃথক দুটি হামলায় মৃত্যু হয়েছে মোট ৭ জনের। আহত হয়েছেন আরও অনেকে। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে কয়েক জনকে গ্রেফতারও করেছে পুলিশ।