করোনা সংক্রমণ বাড়তেই দেশবাসীকে সাবধানে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৯৯তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের বিভিন্ন প্রান্তে কোভিড সংক্রমণ বাড়ছে।
এই পরিস্থিতিতে দেশবাসীকে সাবধনতা অবলম্বন করতে হবে। নিজেদের আশপাশ পরিষ্কার রাখতে হবে।পাশাপাশি সমস্ত কোভিডবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। সম্প্রতি দেশের করোনা পৰিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত-এর ধারণা দেশকে আরও শক্তিশালী করবে। এর অংশ হিসাবে গুজরাটের বিভিন্ন জায়গায় তামিলনাড়ুর সংস্কৃতির উদযাপন হবে। যেমনটা হয়েছিল কাশীতে।ক্লিন এনার্জি ব্যবহার প্রসঙ্গে এসেছে দিউয়ের নাম। সেখানে ১০০ শতাংশ ক্লিন এনার্জি ব্যবহারের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।বলেছেন, দেশে সৌরশক্তির ব্যবহার বেড়েছে। ভারতীয়রা দীর্ঘকাল ধরেই সূর্যদেবের উপাসনা করেন।