সপ্তাহের শুরুতেই রেকর্ড পতন ভারতীয় টাকার দামে। সোমবার এক মার্কিন ডলারের দাম পৌঁছেছে ৮২ টাকা ৭২ পয়সা।
গত কয়েক সপ্তাহ ধরেই দেশে ডলারের তুলনায় মুদ্রার দামে ক্রমাগত পতন ঘটছে। ফলে দেশে অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়ছে। শুক্রবার যখন বাজার বন্ধ হয়, তখন এক ডলারের নিরিখে টাকার দাম ছিল ৮২ টাকা ৪৭ পয়সা। সোমবার বাজার খোলার পরে টাকার অবস্থানের সামান্য উন্নতি হয়। ডলার পিছু দাম দাঁড়ায় ৮২ টাকা ৩৮ পয়সা। এরপরেই ফের পতন ঘটে টাকার দামে। এক সময়ে ডলার পৌঁছয় ৮২ টাকা ৭২ পয়সায়।এদিকে ডলারের দাম বৃদ্ধি এবং আমদানি ক্ষেত্রে খরচ বাড়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রিপোর্ট বলছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর এক ডলারের দাম ছিল ৬৩ টাকা ৩৩ পয়সা। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর এই দাম বেড়ে দাঁড়ায় ৬৯ টাকা ৭৯ পয়সায়। ২০১৯ সালে দেখা গিয়েছিল, ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম ৭০-র গণ্ডি ছাড়িয়ে গেছে। কিন্তু গত কয়েক মাস ধরেই ভারতীয় মুদ্রা বাজারে ধস নেমেছে।