জমি নিয়ে বাবা-কাকার বিবাদের মাঝে পড়ে বেঘোরে প্রাণ হারাতে হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী সুকান্ত দেবনাথকে।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আলিপুরদুয়ারের চাপরেরপার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চালনিরপাক এলাকায়। স্থানীয়দের দাবি, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরেই সুকান্তর বাবার সঙ্গে সুকান্তর কাকার বিবাদ চলে আসছে।
দুই ভাইয়ের মারামারি বাঁধলে বাবাকে ছাড়াতে গিয়ে মাথায় বাঁশের আঘাত লেগে মাটিতে লুটিয়ে পড়ে ওই কিশোর। রবিবার হাসপাতালে মৃত্যু হয়েছে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর।