বুক ফুলিয়ে গিয়েছি, বুক চিতিয়ে ফিরেছি, ইডি-সিবিআইয়ে হিতে বিপরীত হয়েছে। দু’দিন কর্মসূচি বন্ধ থাকায় মানুষের উৎসাহ তিন গুণ বেড়ে গিয়েছে। বাঁকুড়ার নবজোয়ারে ফিরে এমনই মন্তব্য করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তাঁর কথায়, বাঁকুড়ার তীব্র দাবদাহ ৪৪-৪৫ ডিগ্রি তাপমাত্রা মাথায় করেও সারা রাস্তা লোকে লোকারণ্য। তাঁরা আপনাকে আমাকে দেখতে আসছেন না। তাঁরা সিদ্ধান্ত নিয়েই আসছেন। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, যে খাল কেটে কুমিরকে আনা হয়েছে, সেই খালে ধাক্কা দিয়ে কুমিরকে ফেলে দেবেন। ১০০ জনের মধ্যে ৩০ জন দলীয় কর্মী-সমর্থক হলে বাকি ৭০ জন সাধারণ মানুষ। এ দিন তার চেয়ে কয়েকশো গুণ উচ্ছ্বাস নিয়ে কাতারে কাতারে মানুষ হাজির হয়েছিলেন রাস্তার দু’ধারে। এই ভিড় দেখে বিজেপি কার্যত ভয় পেয়ে গিয়েছে।বয়সের হিসেব দিয়ে তিনি বলেন তাঁর ৩৬ বছর বয়স। মোদীজির বয়স ৭২। দ্বিগুণ বয়সতাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার না করে, লড়াই করতে হলে জনতার দরবারে আসুন প্রধানমন্ত্রী। এদিকে অভিষেকের এই মন্ত্যবের কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, তাঁর কথায় ৩৬ বছরেই যদি কেউ এতো দুর্নীতি করে, ৭২ এ গিয়ে কি করবে? মোদী ৫০ বছর ধরে সামাজিক ও রাজনৈতিক জীবনে আছেন।