Sunday, September 24, 2023
Top Newsসেন্ট্রাল হলে অনুপস্থিত রাষ্ট্রপতি, নিশানায় কেন্দ্র 

সেন্ট্রাল হলে অনুপস্থিত রাষ্ট্রপতি, নিশানায় কেন্দ্র 

সেন্ট্রাল হলে নতুন সংসদ ভবনের সূচনা অনুষ্ঠানে কেন ছিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এমনই প্রশ্ন তুলেছেন তৃণমূল-সহ বিরোধীরা।মঙ্গলবার থেকে নতুন সংসদ ভবনের যাত্রা শুরু হয়েছে।

 

 

তার আগে সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়-সহ সকলে থাকলেও অনুপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই প্রসঙ্গে এক্স পোস্টে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন প্রশ্ন তুলেছেন, সংসদের সেন্ট্রাল হলের অনুষ্ঠানে রাষ্ট্রপতি কোথায় ছিলেন। তিনি কি আমন্ত্রিত ছিলেন। তাঁকে কেন এড়িয়ে যাওয়া হল। সেই পোস্টকে নিজের এক্স হ্যান্ডেলে ট্যাগ করে তৃণমূল সাংসদ সাকেত গোখলে লিখেছেন, নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি। সংসদের সেন্ট্রাল হলের অনুষ্ঠানেও তাঁকে আমন্ত্রণ জানানো হল না। তবে শুধু তৃণমূল নয় একই প্রশ্ন তুলেছে বিরোধীরাও।তাদের মতে, রাষ্ট্রপতি যখন অধিবেশন ডাকেন, একমাত্র তখনই সংসদ বসতে পারে। রাষ্ট্রপতিই যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে বার্ষিক সংসদীয় কার্যক্রম শুরু করেন। কিন্তু যেভাবে সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে পথ চলার শুরুর দিনেও রাষ্ট্রপতিকে এড়িয়ে যাওয়া হল তা দেশের ইতিহাসে কালোদিন হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে বলে মনে করছে বিরোধীরা।

More News

বেলপাতার আকারে ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাসে মোদী

0
বারাণসীতে বেলপাতার আকারে ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্টেডিয়ামের শিলান্যাস করে তিনি বলেছেন,...

সহজ-সরল ভাষায় আইনের পক্ষে সওয়াল মোদীর 

0
কেন্দ্র সরকার সহজ সরল পদ্ধতি ও ভারতীয় ভাষায় আইনের খসড়া তৈরির চেষ্টা চালাচ্ছে।আন্তর্জাতিক আইনজীবী সম্মেলনে...

৩০ হাজার দরিদ্র পরিবারকে বাড়ি মোদী সরকারের

0
উৎসবের মাসেই ৩০ হাজার দরিদ্র মানুষের মাথায় "ছাদ তৈরি করার ব্যবস্থা করছে মোদী সরকার। প্রবল...