এয়ার ইন্ডিয়ায় প্রস্রাবকাণ্ডে অভিযুক্ত শঙ্কর মিশ্রকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। শঙ্করকে গ্রেফতারের জন্য লুকআউট নোটিস জারি করা হয়েছিল।
তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন তার জন্য দেশের বিভিন্ন বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়েছিল। গ্রেফতারি এড়াতে বেঙ্গালুরুতে গা ঢাকা দিয়েছিল শঙ্কর। বেঙ্গালুরুর একটি জায়গায় তিনি ক্রেডিট কার্ড ব্যবহার করেন। তাতেই অবস্থান নিশ্চিত করে পুলিশ। ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানের বিজনেস ক্লাসে মত্ত অবস্থায় ছিলেন তিনি। ওই অবস্থায় বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেন। ঘটনার ২ দিন পর বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে শঙ্করের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ।