শুক্রবার আগুন লাগার ঘটনায় আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাক্রোপলিস মল। শনিবার অ্যাক্রোপলিস মলে গিয়ে পুড়ে যাওয়া অংশ পরিদর্শন করেছেন দমকলের ডিজি জগদীশ এবং অধিকর্তা অভিষেক পাণ্ডে।
এছাড়াও ছিলেন কসবা থানার পুলিশ আধিকারিকরা। অ্যাক্রোপলিস মলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল কিনা সবটাই খতিয়ে দেখেন তাঁরা। ফায়ার অডিটের পর কোনও পরিবর্তন হয়েছিল কিনা তাও দেখেছেন দমকল আধিকারিকরা। এমার্জেন্সি এক্সিটে আবর্জনার স্তূপ নিয়ে যে অভিযোগ উঠেছে তা সরেজমিনে খতিয়ে দেখেছেন তাঁরা। অনির্দিষ্টকালের জন্য সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র দোকান মালিকদেরই ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। ফায়ার অডিটের পর যদি কোনও পরিবর্তন হয়ে থাকে তবে আইন অনুযায়ী ব্যবস্থা হবে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী।