উৎসবের আগে দেশে ফের বাড়ছে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা। রবিবার দেশে কোভিডগ্রাফ নিম্নমুখী।
তবে গত ২৪ ঘণ্টার করোনা পরিসংখ্যানে সামান্য উদ্বেগ দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে।নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৩ জন।একই সঙ্গে মৃত্যু হয়েছে ১ জনের। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪০১ জন। গত ২৪ ঘণ্টায় বেড়েছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ২৬ হাজার ৬২। ভারতে একদিনে কোভিডে প্রাণ হারিয়েছেন ২১ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ৮৯৫ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।