করোনায় প্রয়াত বর্ষীয়ান বলিউড অভিনেতা ইউসুফ হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
কোভিডে আক্রান্ত হওয়ার জেরে তিনি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই এদিন সকালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিঁনি। এদিকে, ইউসুফ হোসেনের মৃত্যুর খবর টুইট বার্তায় জানিয়েছেন, তারই জামাই ও চলচিত্র পরিচালক হানসাল মেহতা। একইসাথে তিঁনি বলেছেন, তার কাছে শ্বশুর নন বরং তিঁনি নিজের বাবাই ছিলেন। এবং ইউসুফ সাহেব তাঁকে এই নতুন জীবন দান করেছেন বলেও উল্লেখ করেছেন হানসাল মেহতা। এবং তাঁর মৃত্যুতে আজ তিনি সত্যি সত্যি অনাথ হয়ে গেলেন বলেও জানিয়েছেন। বস্তুত, সিরিয়ালের পাশাপাশি একাধিক ছবিতেও অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইউসুফ হাসেন। যেগুলোর মধ্যে রাইস, ধুম, দিল চাহতা হে, ক্রিশ, দাবাংসহ আরও অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন। এ ছাড়া তার জনপ্রিয় টেলি সিরিয়ালের মধ্যে রয়েছে মুল্লা নাসরুদ্দিন, কুমকুম, ইস… কই হে, সি আই ডি প্রমুখ। এদিকে, এই প্রবীণ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।