হিন্ডেনবার্গের রিপোর্টের পর থেকে ক্রমাগত পড়ছে আদানি গোষ্ঠীর শেয়ারের দর। কেন্দ্রীয় বাজেট পেশের দিনেই ২০ হাজার কোটি টাকার এফপিও বাতিলের পর তাদের শেয়ারের দর আরও নেমে গিয়েছে।
গত এক সপ্তাহে সব মিলিয়ে প্রায় ৮ লক্ষ ২২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে গৌতম আদানি পরিচালিত শিল্পগোষ্ঠীর।পাশাপাশি নতুন করে শুধু আদানি গোষ্ঠীর মূল সংস্থা আদানি এন্টারপ্রাইসেস’ -এর শেয়ারের দর পড়েছে ১০ শতাংশ।একই ভাবে আদানি গোষ্ঠীর অন্য সংস্থাগুলির শেয়ারের দামও কমেছে অনেকটা। আদানি টোটাল গ্যাস, আদানি পোর্টস অ্যান্ড সোশ্যাল ইকোনমিক জোন, আদানি গ্রিন এনার্জি এবং আদানি ট্রান্সমিশন-এর শেয়ারের দাম ১০ শতাংশ করে কমেছে।আদানি পাওয়ার এবং আদানি উইলমার-এর শেয়ারের দাম নতুন করে পড়েছে ৫ শতাংশ করে। বিপর্যয়ের মুখে আদানি গোষ্ঠী অবশ্য জানিয়েছে, তাদের উপর লগ্নিকারীদের সম্পূর্ণ আস্থা রয়েছে। তবে বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।