সংসদ রত্ন সম্মানে ভূষিত হয়েছেন পশ্চিমবঙ্গের দুই সাংসদ অধীর রঞ্জন চৌধুরি এবং সুকান্ত মজুমদার। একটি আয়োজিত অনুষ্ঠানে কংগ্রেস ও বিজেপি দুই দলের রাজ্য সভাপতিরা সম্মনিত হয়েছেন।
অধীর চৌধুরি ও সুকান্ত মজুমদার ছাড়াও সংসদ রত্ন সম্মান পেয়েছেন বিজেপির বিদ্যুৎ বরণ মাহাতো, হীনা বিজয়কুমার গাভিট, গোপাল চিনায়া শেঠি ও সুধীর গুপ্ত। কংগ্রেসের কুলদীপ রাই শর্মা ও ছায়া বর্মা। এনসিপি-র ডা. আমোল রামসিং কোলহে ও এফ টি এ খান। সিপিএম-এর ডা. জন ব্রিটাস, আরজেডি-র মনোজ কুমার ঝা ও সমাজবাদি পার্টির সাংসদ ভি পি নিশাদ। এছাড়াও অর্থ বিষয়ক সংসদের স্থায়ী কমিটি এবং পরিবহন, ভ্রমণ ও সংস্কৃতি বিষয়ক সংসদের স্থায়ী কমিটিকে দেওয়া হয়েছে সেরা স্থায়ী কমিটির সম্মান। সারাজীবনের কর্মস্বীকৃতি সম্মান পেয়েছেন অধীর রঞ্জন চৌধুরি সিপিএম নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ টি কে রঙ্গরাজন।