Wednesday, May 31, 2023
Sportsপাকিস্তানে প্রথম জয় আফগানদের

পাকিস্তানে প্রথম জয় আফগানদের

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জয় লাভ করেছে আফগানিস্তান।ব্যাটিং ব্যর্থতার ম্যাচে পাকিস্তান দেখল ৬ উইকেটের হার।

 

আর আফগানিস্তানের বিপক্ষে এই প্রথম হারের স্বাদ পেয়েছে পাকিস্তান।সংযুক্ত আরব আমিরশাহির শারজায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও আফগানিস্তান।টস জিতে ব্যাটিংয়ের নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯২ রান তুলে পাকিস্তান।জবাবে ১৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় রশিদ খানের দল।অল্প রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ধাক্কা খায় আফগানরা। ৪৫ রানের মধ্যেই গুটিয়ে যায় তাদের ৪ উইকেট। তবে সে সময়ে দলের হাল ধরেন মোহাম্মদ নবী ও নাজিবুল্লাহ জাদরান। দুজনে ৪৯ বল থেকে ৫৩ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।আফগানিস্তানের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন ফজলে হক ফারুকী, মুজিব-উর রহমান এবং মোহাম্মদ নবী। এর মধ্যে ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়েছেন মুজিব। আর একটি করে উইকেট পেয়েছেন আজমতুল্লাহ ওমরজাই, নাভীন-উল-হক ও রশিদ খান।পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান ইমাদ ওয়াসিম। তবে এই রান করতে ইমাদের খরচ করতে হয়েছে ৩২ বল। এছাড়া ১৫ বল থেকে ১৭ রান করেন সাইম আইয়ুব, ৯ বলে ১৬ করেন তৈয়ব তাহির, ১৮ বলে ১২ রান করেন অধিনায়ক শাদাব খান। এর বাইরে বলার মতো রান করতে পারেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। টপ অর্ডার ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক শূন্য রানেই সাজঘরে ফিরেছেন।

More News

পাকিস্তানে ভয়াবহ তুষারধসে মৃত ১০

0
পাকিস্তানে ভয়াবহ তুষারধসে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।গুরুতর আহত অবস্থায় আরও ২৫ জনকে উদ্ধার করা...

ইমরানের দলের গেম ওভার : মরিয়ম নওয়াজ

0
পাকিস্তান মুসলিম লীগ বা, পিএমএলএন-এর সহ-সভাপতি ও নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ পিটিআই চেয়ারম্যান ইমরান...

দেশত্যাগের নিষেধাজ্ঞা : সরকারকে ইমরানের ধন্যবাদ

0
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।সেই সঙ্গে...