মেয়ে খুনি আফতাব পুনাওয়ালাকে ফাঁসি দেওয়া হোক। এমনটাই দাবি করেছেন শ্রদ্ধা ওয়ালকারের বাবা বিকাশ ওয়ালকার।
দিল্লির হত্যাকাণ্ডের ঘটনায় এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন শ্রদ্ধা ওয়ালকারের বাবা। তাঁর বক্তব্য, আফতাব পুনাওয়ালাই তাঁর মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে। তিনি চান আফতাব কঠিন শাস্তি পাক। তাঁর মেয়ে বেঁচে থাকত যদি মহারাষ্ট্রের ভাসাই থানার পুলিশ সাহায্য করত। মেয়েকে বাঁচাতে পারতেন তিনি। মেয়ের জন্য তিনি ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন। আফতাবের পরিবার, আত্মীয়স্বজন এবং এই হত্যার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে তদন্ত করা হোক। শুক্রবারই মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রদ্ধা ওয়ালকারের বাবা বিকাশ ওয়ালকার। অন্যদিকে, আবারও বেড়েছে আফতাব পুনাওয়ালার জেল হেফাজতের মেয়াদ। ফলে আরও ১৪ দিন তিহার জেলেই থাকতে হবে তাঁকে।