৮ দিন মাসির বাড়ির আদর খেয়ে ফিরতি রথে চেপে দিঘার মন্দিরে ফিরলেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। শনিবার সকাল থেকেই উল্টোরথ ঘিরে সৈকতনগরী দিঘায় ছিল উৎসবের মেজাজ। নিরাপত্তা ব্যবস্থাও ছিলে আটোসাঁট। বিভিন্ন জেলা থেকে বহু মানুষ ভিড় জমিয়েছেন।
উল্টোরথে রাজ্যের কয়েকজন মন্ত্রী, বিধায়করা থাকলেও মুখ্যমন্ত্রী ছিলেন না। ৮ দিন আগে মুখ্যমন্ত্রী দিঘার প্রথমবার রশি টেনে রথের সূচনা করেছিলেন। শনিবার দুপুরে রাজভোগ দেওয়ার পর দুপুর ২টো নাগাদ রাজবেশে রখে চেপে মাসির বাড়ি ছাড়েন জগন্নাথ, বলরাম, সুভদ্রা।
দিঘায় মূল মন্দিরে পৌঁছনোর পর পুজোপাঠ হয়। এরপর নিয়ম মেনে তিনদিন রথেই থাকবেন তিন ভাই বোন। সেখানেই হবে পুজোপাঠ। অন্যদিকে সল্টলেকে রথের রশিতে টান দিয়েছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।