গণেশ পুজোর প্রস্তুতিতে মাতোয়ারা মহারাষ্ট্র-সহ গোটা দেশ। মঙ্গলবার গণেশ পুজোর আগে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে।
গণেশ চতুর্থীর চারদিন আগেই মুম্বইয়ে বিখ্যাত গণপতি বাপ্পা-র সুবিশাল পুজো প্যান্ডেলের উদ্বোধন হয়ে গিয়েছে।মুম্বইয়ের লালবাগচা রাজা অঞ্চলে এই গণেশ মন্ডপটি শহরের অন্যতম প্রাচীন তথা জনপ্রিয় বারোয়ারি গণেশ পুজো। এবার তাদের সুবিশাল প্যান্ডেলে ১২ ফুটের বিরাট গণেশ মূর্তি। গণেশ চতুর্থীর চারদিন আগেই গণপতি বাপ্পা দর্শনের সুযোগ পাওয়ায় দর্শনার্থীদের ভিড়ের ঢল নামছে ওই প্যান্ডেলে। অন্যদিকে, বলিউড সেলেবদের মধ্যেও গণেশ পুজোর প্রস্তুতি তুঙ্গে।প্রতি বছরের মতো এবারও বাড়িতে মহা আড়ম্বরে গণেশ পুজো করবেন শিল্পা শেট্টি। তার আগে স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে ধুমধাম করে গণপতি বাপ্পাকে বাড়িতে নিয়ে এসেছেন অভিনেত্রী।এছাড়াও সলমন খান, নীল নীতিন মুকেশ, কোরিওগ্রাফার গণেশ আচার্যও বাড়িতে গণেশ পুজো করেন।