Sunday, June 4, 2023
প্রযুক্তিবিং সার্চ ইঞ্জিনে এআই সুবিধা

বিং সার্চ ইঞ্জিনে এআই সুবিধা

এখন সীমিত পরিসরে ব্যবহার করা যাবে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নতুন ভার্শনের বিং সার্চ ইঞ্জিন। এতে ব্যবহৃত হয়েছে সফটওয়্যার কোম্পানি ওপেনএআই’র আলোড়ন সৃষ্টিকারী চ্যাটবট ,চ্যাটজিপিটি।বিংয়ের ওয়েবসাইটে চালু করা এই নতুন ব্যবস্থায় বিভিন্ন নমুনা প্রশ্ন করতে পারবেন যে কেউই।

তবে, গোটা ডেস্কটপ প্রিভিউ’ ভার্শণ ব্যবহারের জন্য ইউজারকে অবশ্যই এর,ওয়েটিং লিস্টে যোগ দিতে হবে।এআই চালিত বিং সার্চ ইঞ্জিনের সহায়তায় গুগল থেকে বাইদু, এই খাত নিয়ে কাজ করা বিভিন্ন কোম্পানির এক সংক্ষিপ্ত তবে ক্রমবর্ধমান তালিকায় এখন নেতৃত্ব দিচ্ছে মাইক্রোসফট। আর বিভিন্ন অনুসন্ধানী প্রশ্নে মানুষের মতো প্রতিক্রিয়া পেতে এই ধরনের চ্যাটবটের সহায়তা নিচ্ছে কোম্পানিগুলো।সার্চ ইঞ্জিন বাজারে বিং গুগলের চেয়ে বেশ পিছিয়ে থাকলেও, এতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবস্থা চালু হওয়ায় এই পরিস্থিতি শীঘ্রই বদলে যেতে পারে।যারা এই নতুন ভার্শনের সার্চ ইঞ্জিন ব্যবহার করে দেখতে আগ্রহী, তাদের জন্য এটি ব্যবহারের প্রক্রিয়া তুলে ধরা হচ্ছে।নতুন বিং সার্চ ইঞ্জিনের সীমিত পরিসরের প্রিভিউ ভার্শণ ব্যবহার করতে ইউজারকে ডেস্কটপে,bing.com/new নামের অ্যাড্রেসে প্রবেশ করতে হবে। পরবর্তীতে,জয়েন দ্য ওয়েট লিস্ট বাটনে ক্লিক করতে হবে।এতে সাইন আপ করতে ইউজারকে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে।এতে তিনি মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করতে পারেন অথবা নতুন অ্যাকাউন্টও তৈরি করতে পারেন।সকল ধাপ অনুসরণের পর ইউজারকে পুনরায় সাইন আপ পেজে ফেরত পাঠানো হবে।আর এতে লেখা থাকবে,গ্রেট,ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট।

More News

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কি ঠেকানো সম্ভব?

0
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, বর্তমান আধুনিক প্রযুক্তির অন্যতম আবিষ্কার। মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে...

চ্যাটজিপিটির মতো এআই বানাচ্ছে চীন 

0
চ্যাটজিপিটি নিয়ে বিশ্বব্যাপী তুমুল হইচই ছড়িয়ে গেছে চীনেও, আর সেই সঙ্গে এই ধরনের প্রযুক্তি তৈরিতে...

গুগলে এআই চ্যাটিং সুবিধাসহ সার্চ

0
বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা তরুণ ইউজারদের সার্ভিস দেওয়ার লক্ষ্যে নিজেদের সার্চ ইঞ্জিনকে তুলনামূলক বেশি চমকপ্রদ ও মানবীয় করে তোলার...