পাইলট প্রশিক্ষণে গাফিলতির অভিযোগে এবার এয়ার ইন্ডিয়া কতৃপক্ষকে ২০ লক্ষ টাকা জরিমানা করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন অর্থাৎ ডিজিসিএ। শুধু তাই নয়, পাইলট নির্বাচনের ৮ মনোনীত পরীক্ষককে ৩ লক্ষ টাকা করে জরিমানা করছে ডিজিসিএ।
এছাড়া প্রধান প্রশিক্ষককে ৩ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।এই নিয়ে গত একমাসে টাটা গোষ্ঠীর বিমান সংস্থার বিরুদ্ধে ৩টি পদক্ষেপ করল ডিজিসিএ।সূত্রে জানা গিয়েছে, পাইলটের দক্ষতা যাচাই এবং যান্ত্রিক রেটিং পরীক্ষার ব্যাপারে এয়ার এশিয়া ইন্ডিয়া নিয়ম লঙ্ঘন করেছে অভিযোগ তুলেই কড়া পদক্ষেপ করল ডিজিসিএ। যদিও অভিযোগ খণ্ডন করে এয়ার ইন্ডিয়া-র মুখপাত্র বিবৃতি জারি করে জানান, ২০২২ সালের নভেম্বরে ডিজিসিএ-র তরফে পাইলটদের প্রশিক্ষণ সম্পর্কিত একটি সমস্যা প্রকাশ্যে এসেছিল। অবিলম্বে ডিজিসিএ-র সঙ্গে যৌথভাবে সংশোধনমূলক ব্যবস্থা করা হয় এবং যে ফাঁক ধরা পড়েছিল সেটি পূরণের ব্যবস্থা করা হয়। তারপরেও ডিজিসিএ-র পদক্ষেপে কার্যত হতাশ এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।