!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

27.7 C
Kolkata
27.7 C
Kolkata
More
    HomeNationalদিল্লি দূষণে কমলেও বিধিনিষেধ বহাল : কোর্ট 

    দিল্লি দূষণে কমলেও বিধিনিষেধ বহাল : কোর্ট 

    Published on

    সাম্প্রতিক খবর

    দিল্লিতে দূষণে কমলেও যানবাহন, নির্মাণ নিয়ে বিধিনিষেধ শিথিল করছে না সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত জানিয়েছে, দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ পদক্ষেপ জিআরএপি-৪ চালু থাকবে।এই মুহূর্তে দূষণের কারণে দিল্লি এবং এনসিআর-এর সব স্কুল বন্ধ।
    অনলাইনে ক্লাস চলছে। স্কুল চালু হবে কিনা, সেই সিদ্ধান্ত কেন্দ্রের অধীনে থাকা কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট নেবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবারের মধ্যে এই সিদ্ধান্ত নিতে হবে। বিচারপতি এএসওকা এবং বিচারপতি এজি মসিহ্‌র বেঞ্চের পর্যবেক্ষণ, বহু পড়ুয়ারই অনলাইনে ক্লাস করার জন্য ইন্টারনেট পরিষেবার সুবিধা নেই।পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ বিধি ঠিকঠাক ভাবে কার্যকর না করার জন্য দিল্লি পুলিশকেও ভর্ৎসনা করেছে আদালত। জিআরএপি-৪ চালু থাকার কারণে ভিন্‌রাজ্য থেকে জরুরি পণ্য ছাড়া অন্য মালবোঝাই গাড়ির দিল্লিতে প্রবেশ নিষিদ্ধ।
    সেই নিয়ম মানা হচ্ছে কিনা, আগের শুনানিতে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। সোমবারও বেঞ্চ জানিয়েছে, ভিন্‌রাজ্য থেকে আসা গাড়ির উপর নজর রাখার জন্য দিল্লির সীমানায় যথেষ্ট নজরদারি নেই।
    ছবি সৌজন্যে : এক্স
    Your ad here

    আরো খবর