Thursday, May 23, 2024
বিনোদনখনি মজুরদের বাঁচানোর লড়াইয়ে অক্ষয় 

খনি মজুরদের বাঁচানোর লড়াইয়ে অক্ষয় 

 মাত্র ৪৮ ঘণ্টা সময় হাতে,মাটির নিচে আটকে পড়া খনি মজুরদের বাঁচানোর মরিয়া লড়াই। শেষপর্যন্ত অক্ষয় কুমার কি পারবেন তাঁদের বাঁচিয়ে আনতে? উত্তর মিলবে ,মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ ছবিতে। ছবির নায়িকা পরিণীতি চোপড়ার বিয়ের পরদিনই প্রকাশ্যে এসেছে ট্রেলার।

১৯৮৯ সালে রানিগঞ্জের কয়লাখনিতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়া মানুষগুলোর ত্রাতা হয়েছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল। ১৩ ফুটের একটি ক্যাপসুল তৈরি করেছিলেন তিনি।ভূপৃষ্টের প্রায় তিনশো ফুট গভীরে গিয়েছিলেন জলে,অন্ধকারে আটকে পড়া মানুষগুলোকে উদ্ধার করতে।বাস্তবের এই হিরোর চরিত্রেই অভিনয় করেছেন অক্ষয় কুমার। জানা গেছে, প্রথমে নাকি সিনেমার নাম ,ক্যাপসুল গিল রাখা হয়েছিল। পরে পরিবর্তন করে,মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ রাখা হয়। এর মধ্যেই আবার,ইন্ডিয়া নাম বদলে ভারত করার দাবি ওঠে।এমন পরিস্থিতিতে ফের সিনেমার নাম পালটে যায়।এখন মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ নামেই ট্রেলার প্রকাশ করা হয়েছে।৬ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ। টিনু সুরেশ দেশাই পরিচালিত এই ছবিতে গিলের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। বিয়ের পর এটিই তাঁর প্রথম রিলিজ হতে চলেছে।অক্ষয় কুমার-পরিণীতি চোপড়া ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন কুমুদ মিশ্র, রবি কিষেন, পবন মালহোত্রা, বরুণ বডোলা, দিব্যেন্দু ভট্টাচার্য, রাজেশ শর্মা। অভিজিৎ লাহিড়ী নামের এক বাঙালি অভিনেতাকেও দেখা যাবে।

More News

সিনেমা মুক্তির নতুন কৌশলে অক্ষয়

0
অক্ষয় কুমারের বছরে ৩ থেকে ৪টা সিনেমা মুক্তি পায়।কিন্তু সাম্প্রতিক কালে বেশিরভাগ সিনেমাই ব্যর্থতার মুখ দেখছে। বিগত বছরগুলোতে অক্ষয় কুমারের...

মোদীকে মজা করে ছুটি কাটানোর পরামর্শ শাহরুখের 

0
জন্মদিনে প্রধানমন্ত্রীকে মজা করে ছুটি কাটানোর পরামর্শ দিয়েছেন শাহরুখ খান। ৭৩ তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র...

ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয় কুমার

0
অক্ষয় কুমার ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বিখ্যাত অভিনেতাদের মধ্যে একজন, যিনি বছরের পর বছর ধরে সবচেয়ে...