আর্থিক সঙ্কট মোকাবিলায় এবার মদ, পেট্রল ও ডিজেলের দাম বাড়ছে কেরলে। শুক্রবার কেরল সরকার রাজ্য বাজেট করেছে।
সম্প্রতি সিপিএম শাসিত রাজ্য ভুগছে আর্থিক সঙ্কটে। এই পরিস্থিতিতে জ্বালানি ও মদের উপরে বসানো হয়েছে সামাজিক সুরক্ষা কর বা সেস। যার ফলে অচিরেই এই সামগ্রীগুলির দাম বাড়বে।কেরলের বিধানসভায় অর্থমন্ত্রী কে এন বালগোপাল বলেছেন, ৫০০ থেকে ৯৯৯ টাকা পর্যন্ত দামের বোতলে ২০ টাকা সেস বসানো হয়েছে। ১ হাজার টাকা বেশি মূল্যের বোতলের ক্ষেত্রে দিতে হবে ৪০ টাকা। এছাড়াও পেট্রল ও ডিজেলের প্রতি লিটারের জন্যও ২ টাকা করে সেস দিতে হবে। বাজেটে সম্পত্তি করের সংশোধন ও ব্যক্তি মালিকানাধীন একাধিক বাড়ির পাশাপাশি অব্যবহৃত নবনির্মিত বাড়িগুলির জন্য একটি নতুন কর কাঠামোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ২ লক্ষ টাকা পর্যন্ত দামের নতুন বাইক এবং ৫ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকার দামের মধ্যে নতুন গাড়ির উপর এককালীন কর দুই শতাংশ বৃদ্ধি করা হবে।