অনলাইনে ফাঁস হয়েছে ইনটেলের অল্ডার লেক প্রোসেসরের বায়োস সোর্স কোড। ইমেজবোর্ড ওয়েবসাইট ফোরচ্যান এবং সফটওয়্যার নির্মাতাদের জন্য হোস্টিং সার্ভিস গিটহাবে পোস্ট হয়েছে ফাঁস হওয়া সোর্স কোড।
অল্ডার লেকের বায়োস সোর্স কোড ফাঁস হওয়ার খবর প্রথম জানিয়েছিল, টমস হার্ডওয়্যার। ১০ অক্টোবর সোর্স কোড ফাঁস হওয়ার খবর নিশ্চিত করেছে ইনটেল।টমস হার্ডওয়্যার জানিয়েছে, ফাঁস হওয়া ছয় গিগাবাইট ফাইলে বায়োস ইউইএফআই ইমেজ নির্মাণ এবং অপটিমাইজেশনের টুল আছে।তবে ফাঁস হওয়া কোডের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে দাবি করেছে ইনটেল।বিবৃতিতে ইনটেল বলেছে,থার্ড পার্টির মাধ্যমে আমাদের নিজস্ব ইউইএফআই কোড ফাঁস হয়ে গেছে বলে মনে হচ্ছে। এতে কোনো ঝুঁকি সৃষ্টি হবে বলে আমরা মনে করছি না কারণ নিরাপত্তা উদ্যোগ হিসেবে তথ্য লুকিয়ে রাখায় বিশ্বাস করি না আমরা। কোডটি আমাদের বাগ বাউন্টি প্রকল্পের অন্তর্ভূক্ত এবং যে কোনো সম্ভাব্য দুর্বলতার খোঁজ পেলে তা আমাদের জানানোর জন্য গবেষকদের আহ্বান জানাচ্ছি।কম্পিউটারের অপারেটিং সিস্টেম লোড হওয়ার আগে হার্ডওয়্যারকে চালু করে বায়োস ইউইএফআই। নির্দিষ্ট কিছু নিরাপত্তা কার্যপ্রণালীর মধ্যে সংযোগও স্থাপন করে এটি।ইনটেল ফাঁস হওয়া কোডের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বললেও সাইবার নিরাপত্তা গবেষকরা ইতিমধ্যেই সম্ভাব্য দুর্বলতার খোঁজ পেয়েছে বলে জানিয়েছে টমস হার্ডওয়্যার।অল্ডার লেকের বায়েস সোর্স কোড ফাঁস হওয়ার পেছনে কোনো হ্যাকারের হাত ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত পারেনি টমস হার্ডওয়্যার।