Monday, September 25, 2023
বিনোদনপুরুষদের টয়লেটে দীপিকা-আলিয়া

পুরুষদের টয়লেটে দীপিকা-আলিয়া

বলিউডে দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের একটি দারুণ সম্পর্ক রয়েছে। দুই তারকা বরাবরই একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করে এসেছেন।

এমনকি ছুটিতে এবং বেশ কিছু ইভেন্টে একসাথে যেতে দেখা গেছে এই জুটিকে। তবে বাইরের গল্পের পাশাপাশি, তাদের ভেতরের বেশ কিছু গল্প রয়েছে, যা শুনলে হাসিতে ফেটে পড়বেন ফ্যানরা।এমনই একটি ঘটনা প্রকাশ করেছিলেন দীপিকা। একবার আলিয়াকে সঙ্গে নিয়ে অভিনেত্রী ঢুকে পড়েছিলেন পুরুষের টয়লেটে।২০১৮ সালে কফি উইথ করণের একটি পর্বে পুরুষদের ওয়াশরুম ব্যবহার করার গল্পটি শেয়ার করেছিলেন দীপিকা। সেই ভিডিওটি সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছে অনলাইনে। সেই পর্বে করণকে দীপিকা বলেছিলেন, আমরা বার্লিনে একটি কোল্ডপ্লে কনসার্টে ছিলাম।তখন মঞ্চে যে গানটি চলছিল আমরা সেটি মোটেও পছন্দ হয়নি। তাই গান চলার সময় পালিয়ে যান, আলিয়া এবং দীপিকা বাথরুমের দিকে দৌড়ে যান।কিন্তু মহিলার বাথরুমের বাইরে দীর্ঘ লাইন ছিল। তাই আলিয়া এবং দীপিকা পুরুষদের বাথরুমের দিকে ছুটে যান।সেখানে পাঁচজন লোক ছিল, আলিয়া-দীপিকা তাদের ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন । তারপর করণ তখন দীপিকাকে বলেন, তোমরা ইউরোপে ছিলে।এটা সেখানে নরমাল। দীপিকা তখন আলিয়ার দিকে ইঙ্গিত করে বলেন, সে আমার ক্রাইম পার্টনার।এর আগে গেহেরাইয়ান সিনেমার প্রচারের সময় ঘটনাটি শেয়ার করেন দীপিকা। অভিনেত্রী বলেছিলেন, পরিচ্ছন্নতা কোনো ব্যাপার নয়। যখন তাঁকে ওয়াশরুম ব্যবহার করতে হবে, তখন যেকোনো জায়গায় সেটি ব্যবহার করতে হবে। উল্লেখ্য,দীপিকাকে সামনে দেখা যাবে নাগ অশ্বিনের সাই-ফাই অ্যাকশন,প্রজেক্ট কে’তে। এতে প্রভাস এবং মেগাস্টার অমিতাভ বচ্চনকেও মুখ্য ভূমিকায় দেখা যাবে।মাল্টি-স্টারার সিনেমাটিতে দুলকার সালমান, দিশা পাটানি, গৌরব চোপড়াসহ আরো অনেকে রয়েছেন। এর বাইরে হৃতিক রোশন ও অনিল কাপুরের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের ফাইটার সিনেমাও আসছে দীপিকার।

More News

আলিয়ার পুরস্কার, অভিমানী কঙ্গনা 

0
আলিয়া ভাটের বাবা মহেশ ভাটের মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক কঙ্গনা রানাউতের। তার পরও কখনো আলিয়ার...

কর্ণ জোহর ঘরানার রকি অউর রানি 

0
ছবি পরিচালনাই তাঁর প্রথম প্রেম,একাধিকবার জানিয়েছেন কর্ণ জোহর। বছর সাতেকের বিরতির পর সেই পরিচালনাতেই ফিরলেন...

হার্ট অফ স্টোন : হলিউডে আলিয়া 

0
হলিউডে অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় বলিউড অভিনেত্রী ও ভাটকন্যা আলিয়া ভাটের। হলিউড অভিনেত্রী গাল গ্যাডট...