চলতি সপ্তাহে সর্বকালীন রেকর্ড শেয়ার বাজারে। শুক্রবার ২০.৯৬ পয়েন্ট বেড়েছে সেনসেক্স।
অন্যদিকে, নিফটি দিনের শেষে ২৮.৬৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। ফলের বাজার বন্ধের সময় নিফটির সূচক পৌঁছেছে ১৮ হাজার ৫১২.৭৫পয়েন্টে। সেখানে সেনসেক্সের সূচক দাঁড়িয়েছে ৬২হাজার ২৯৩.৬৪ পয়েন্টে। এদিন নিফটি-ফিফটির ৫০টি কোম্পানির মধ্যে ২৯ টিতে অগ্ৰগতি হয়েছে। পিছিয়েছে রয়েছে ২১টি কোম্পানি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অন্তর্ভুক্ত প্রায় ২ হাজারটি কোম্পানির মধ্যে ১ হাজার ২৬৫টি বৃদ্ধির মুখ দেখেছে। কমেছে ৭১৬টি কোম্পানির শেয়ার দর। সোমবার পতন, মঙ্গল ও বুধবার অল্প অগ্ৰগতি এবং বৃহস্পতিবার বিরাট উত্থান দেখেছিল শেয়ার বাজার। ফলে লাভের মুখ দেখেছেন লগ্নিকারীরা। কোটি কোটি টাকা আয় হওয়ায় স্বভাবতই খুশির আবহ ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে।