‘২৪-র সমস্ত ভোটারদের লিস্টে রাখতে হবে : তৃণমূল 

0
31
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
২০০৩ সালকে নয়, ২০২৪ সালে যে সব ভোটার আছে সে সব ভোটার লিস্টে থাকবেই কোনও শর্ত ছাড়াই। এক্স পোস্টে জাতীয় নির্বাচন কমিশনের কাছে এমনই দাবি জানিয়েছে তৃণমূল। তৃণমূলের তরফে বলা হয়েছে, এনআরসি-জাতীয় পদক্ষেপ নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতাকে হুমকির মুখে ফেলবে এবং লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার বঞ্চিত হওয়ার ঝুঁকি তৈরি করবে।
সেই জন্য ২০০৩ সালকে নয়, ২০২৪ সালকে ভিত্তি বছর হিসেবে বিবেচনা করা হোক। বিরোধী শাসিত রাজ্যগুলিতে ব্যবস্থাকে কারচুপি করার জন্য নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানের অভ্যাসগত অপব্যবহার চ্যালেঞ্জমুক্ত থাকবে না। তৃণমূল গণতন্ত্রকে বিজেপির খেলার জিনিসে পরিণত হতে দেব না।
এদিকে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এক্স পোস্টে লিখেছেন, জাতীয় নির্বাচন কমিশন ভোটার ও ভোট প্রক্রিয়ার সঙ্গে আপস করেছে। এর আগে দিল্লির নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়েও একই দাবি জানিয়ে এসেছিলেন তৃণমূল সাংসদরা।