হলিউডের আলোচিত অভিনেত্রী অ্যাম্বার হার্ড অবশেষে পর্দায় ফিরেছেন। মুক্তি পেয়েছে অভিনেত্রীর আসন্ন সিনেমা,ইন দ্য ফায়ার-এর ট্রেলার।প্রাক্তন স্বামী জনি ডেপের সাথে বহুল আলোচিত মানহানির মামলায় হারার পর ইন দ্য ফায়ার দিয়ে হলিউডে ফিরছেন অ্যাম্বার হার্ড।
কনর অ্যালিন পরিচালিত,ইন দ্য ফায়ার ১৮৯০-এর দশকের প্লটে তৈরি।অতিপ্রাকৃত মনস্তাত্ত্বিক থ্রিলারের টিজারে দেখা গেছে গ্রেস বার্নহ্যাম চরিত্রে অভিনয় করেছেন হার্ড যিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ।তিনি কলম্বিয়া ভ্রমণ করেন কোনো এক গ্রামের রহস্যময় এক অতিপ্রাকৃত শক্তি সম্পন্ন যুবককে দেখতে যাকে গ্রামবাসীরা শয়তান হিসেবে মানতে শুরু করেছে।বার্নহাম হার্ড বিজ্ঞান ও ধর্মের মধ্যে দ্বন্দ্বের জায়গা থেকে সেই যুবকের থেরাপি শুরু করে যেখানে স্থানীয় পুরোহিত বিশ্বাস করেন যে ছেলেটি শয়তান দ্বারা প্রভাবিত এবং গ্রামের সকল সমস্যার জন্য দায়ী।ট্রেলারের এক পর্যায়ে বার্নহামকে সেই তরুণ ছেলেটিকে বলতে শোনা গিয়েছে,এই মানুষগুলো ভীত এবং তাদের সেই ভয়ের জন্য কাউকে দোষারোপ করা প্রয়োজন।তারা তোমাকেই দোষারোপ করছে।সিনেমাটিতে সেই রহস্যময় যুবকের চরিত্রে অভিনয় করেছেন ম্যাকগভর্ন জাইনি।উল্লেখ্য কনর অ্যালিন পরিচালিত ইন দ্য ফায়ার-এ আরো অভিনয় করেছেন এডোয়ার্ডো নরিগা, সোফি অ্যাম্বার, লুকা কালভানি সহ প্রমুখ।ইন দ্য ফায়ার-এর পাশাপাশি হার্ডকে সামনে অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম-এ দেখা যাবে যা ডিসেম্বরে মুক্তি পাবে।