!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

30.8 C
Kolkata
30.8 C
Kolkata
More
    HomeInternationalচিনের ওপর এবার শুল্ক ২৪৫ শতাংশ করল আমেরিকা

    চিনের ওপর এবার শুল্ক ২৪৫ শতাংশ করল আমেরিকা

    Published on

    সাম্প্রতিক খবর

    এবার চিনা পণ্যের আমদানির ওপর নতুন করে ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা করেছে আমেরিকা। এই আবহে ওয়াশিংটন এবং বেজিংয়ের মধ্যে বাণিজ্য দ্বন্দ্বের তীব্রতা আরও বেড়েছে। হোয়াইট হাউজ একটি ফ্যাক্ট শিট প্রকাশ করে চিনা পণ্যে শুল্ক বৃদ্ধির এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
    ওয়াশিংটনের বক্তব্য, বেজিংয়ের সাম্প্রতিক রফতানি বিধিনিষেধ এবং প্রতিশোধমূলক শুল্কের প্রতিক্রিয়া হিসাবে এই পদক্ষেপ করা হয়েছে। মার্কিন প্রশাসনের অভিযোগ, গ্যালিয়াম, জার্মেনিয়াম এবং অ্যান্টিমনিসহ গুরুত্বপূর্ণ উচ্চ প্রযুক্তির উপকরণের সবরাহ সীমাবদ্ধ করার অভিযোগ করেছে চিন। সামরিক, মহাকাশ এবং সেমিকন্ডাক্টর শিল্পের জন্য গুরুত্বপূর্ণ উপাদান এগুলি। সম্প্রতি ছয়টি ভারী বিরল পৃথিবী ধাতু এবং বিরল পৃথিবী চুম্বকের রফতানি স্থগিত করেছিল চিন।
    এর আগে গত ১১ এপ্রিল চিন মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করেছিল। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প চিনা আমদানির ওপর ১৪৫ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা করেছিলেন। আর এবার চিনা পণ্যের ওপর শুল্ক বাড়তে বাড়তে ২৪৫ শতাংশের গণ্ডি ছুঁল।
    Your ad here

    আরো খবর