Wednesday, May 31, 2023
Top Newsআমেরিকায় লাগবে না ‌‌‘ওয়ার্ক ভিসা’

আমেরিকায় লাগবে না ‌‌‘ওয়ার্ক ভিসা’

এবার ব্যবসায়িক কাজে কিংবা ভ্রমণ ভিসায় আমেরিকায় যাওয়া মানুষেরাও কাজের জন্য আবেদন করতে পারবেন। দিতে পারবেন ইন্টারভিউ।ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ,ইউএসসিআইএস এ কথা জানিয়েছে। তবে চাকরিতে যোগ দেওয়ার আগে ভিসার স্ট্যাটাস বদলাতে হবে।

বলা হয়েছে, আগে পর্যটক বা ব্যবসায়িক ভিসা নিয়ে ইন্টারভিউ দিতে পারলেও আমেরিকায় কাজ করতে পারতেন না বিদেশি নাগরিকেরা। সেই নিয়ম শিথিল করা হলো।আমেরিকায় বিভিন্ন উদ্দেশ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বি-১ এবং বি-২ ভিসা। বি-১ ভিসা সাধারণত স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভ্রমণের জন্য দেওয়া হয়, আর বি-২ ভিসা পর্যটনের জন্য দেওয়া হয়।সম্প্রতি গুগল, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো বড় বড় মার্কিন কোম্পানি কর্মী ছাঁটাই করছে। ফলে আমেরিকাতে কর্মরত অনেক বিদেশি নাগরিক চাকরি হারিয়ে বিপাকে পড়েছেন। এই কর্মীরা এখন আমেরিকাতে থাকার জন্য তাদের কাজের ভিসার অধীন নির্ধারিত ২ মাসের ,মানে ৬০ দিনের মধ্যে নতুন কর্মসংস্থান খুঁজে পেতে ঝক্কি পোহাচ্ছেন। নতুন ঘোষণায় তাদের স্বস্তি মিলছে। কারণ, এখন তারা ভিসার স্ট্যাটাস পরিবর্তন করে ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসায় পরিণত করতে পারবেন।

More News

যুদ্ধে নিহত ২০ হাজারেরও বেশি রুশ সেনা : আমেরিকা

0
গত ৪ মাসে ইউক্রেনের প্রত্যাঘাতে নিহত হয়েছেন ২০ হাজারেরও বেশি রাশিয়ার সেনা। আহতের সংখ্যা ৮০...

অধিগ্রহণের পথে ফার্স্ট রিপাবলিক ব্যাঙ্ক 

0
এবার বন্ধ হয়ে গিয়েছে আমেরিকার ফার্স্ট রিপাবলিক ব্যাঙ্ক।জানা গিয়েছে, ব্যাঙ্কটি অধিগ্রহণ করতে চলেছে বিখ্যাত সংস্থা...

সীমান্তে চিনের পদক্ষেপ প্ররোচনামূলক : আমেরিকা

0
ভারত-চিন সীমান্তে বেজিংয়ের একাধিক পদক্ষেপ প্ররোচনামূলক ছিল। এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্টের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ও...