রাশিয়াকে রুখতে ইউক্রেনকে অত্যাধুনিক মিসাইল সিস্টেম দেবে আমেরিকা। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস।
সম্প্রতি কিয়েভে লাগাতার আক্রমণ শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। এই পরিস্থিতিতে ভলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার আশ্বাস আমেরিকার। হোয়াইট হাউসের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। এবং জানিয়ে দিয়েছেন, তাঁরা ইউক্রেনকে যেমন সমর্থন করছেন সেভাবেই সমর্থন করবেন। আমেরিকা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে রুশ সেনার হামলাকে প্রতিহত করার শক্তি জোগাবে কিয়েভকে।অন্যদিকে, রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে একটি আপৎকালীন বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে ইউক্রেনের প্রতিনিধি সের্গেই কিসলিতসিয়া বলেছেন, রাশিয়া আবারও প্রমাণ করল তারা একটি জঙ্গি রাষ্ট্র।