Thursday, November 30, 2023
আন্তর্জাতিক সংবাদভারতের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ : কানাডার প্রতিরক্ষামন্ত্রী

ভারতের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ : কানাডার প্রতিরক্ষামন্ত্রী

ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিপাক্ষিক টানাপোড়েনের আবহে এমনই মন্তব্য করেছেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার।
একটি সাক্ষাৎকারে কানাডার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তারা বুঝছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক চ্যালেঞ্জিং ইস্যু হয়ে উঠেছে। কিন্তু একই সময়ে এটা তাদের দায়িত্ব যে তদন্ত করে আসল সত্য়টা বের করে আনতে হবে।যদি অভিযোগ সত্যি হয়, তবে কানাডার জন্য এটা অত্যন্ত উদ্বেগের কারণ এই ঘটনা দেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে।ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করলেও একইসঙ্গে তিনি বলেছেন, তাদের আইনকে রক্ষা করতে হবে। নিজেদের নাগরিকদের সুরক্ষা দিতে হবে এবং একইসঙ্গে তদন্ত করে আসল সত্যটাও বের করে আনতে হবে।প্রসঙ্গত, গত সপ্তাহ থেকেই ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডকে ঘিরে।

More News

নিজ্জর তদন্ত না হলে বাণিজ্য চুক্তি নয় : কানাডা 

0
খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের তদন্ত শেষ না হলে বাণিজ্য চুক্তি নিয়ে কোনও আলোচনাই হবে না। ভারতকে...