গান্ধী ভাইবোন রাজনৈতিক নাটকে দারুন দক্ষ। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে এমনই মন্তব্য করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
শুক্রবারই মূল্যবৃদ্ধি, জিএসটির বিরুদ্ধে রাষ্ট্রপতি ভবন অভিযান এবং প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও অভিযানে রণক্ষেত্রর আকার নিয়েছিল রাজধানীর রাজপথ। এরপরই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইটারে রাহুল গান্ধীর একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যায়, পুলিশ যখন রাহুল গান্ধীকে নিয়ে যাচ্ছে তিনি তাঁর সতীর্থ দীপেন্দর হুডাকে শক্ত করে ধরে রয়েছেন। এই ছবির উপর আইটি সেলের প্রধান লিখেছেন, রাহুল গান্ধী চেষ্টা করছিলেন যাতে দীপেন্দর হুডার জামাটা ছিড়ে যাক এবং তাঁরা দিল্লি পুলিশের উপর দোষারোপ করতে পারেন। আর তার পাশাপাশি প্রতিবাদের একটি সুন্দর ছবি উঠে আসবে। শুধু তাই নয়, তিনি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তিনি পুলিশ কর্মীদের লাথি মেরেছেন এবং হাতও মুছড়ে দিয়েছে। মালব্যের কথায়, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী দুজনেই রাজনীতির নাটকে দারুন দক্ষ। অবশ্য তাঁর এই কটাক্ষের কোনো উত্তর এখনও দেয়নি কংগ্রেস।