!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

27.5 C
Kolkata
27.5 C
Kolkata
More
    HomeNewsdeskহাইভোল্টেজ মালদা, জোড়া সভায় শাহ-অভিষেক

    হাইভোল্টেজ মালদা, জোড়া সভায় শাহ-অভিষেক

    Published on

    সাম্প্রতিক খবর

    লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে মঙ্গলবার হাইভোল্টেজ দক্ষিণ মালদা কেন্দ্র। একদিকে অমিত শাহের রোড শো। অন্যদিকে জনসভা রয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

    জানা গেছে দুপুর বারোটা নাগাদ মালদা এয়ারপোর্টে এসে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর সেখান থেকে সড়কপথে মালদা শহরের ফোয়ারা মোরে আসবেন। সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করবেন। এরপর দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র এভিনিউ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রোড শো করবেন। রোড শো শেষে রবীন্দ্র এভিনিউ এলাকায় দশ মিনিটের জন্য বক্তব্য রাখবেন তিনি। অন্যদিকে আজই দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাওয়াজ আলি রায়হানের সমর্থনে এক জনসভায় অংশ নিবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর তিনটে নাগাদ মালদার কালিয়াচকের ভগবানপুর এলাকায় এক জনসভায় অংশ নিবেন তিনি।

    Your ad here

    আরো খবর