এখনও পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ওয়ারিস পঞ্চাব দে সংগঠনের শীর্ষনেতা খলিস্তানপন্থী অমৃতপাল সিং। গোয়েন্দা সূত্রের দাবি, সম্প্রতি দিল্লির আইএসবিটি বাস টার্মিনাসের কাছে দেখা গিয়েছে অমৃতপাল সিংকে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে সেই ছবি।সূত্রের খবর, প্রতি ১২ ঘণ্টায় জায়গা বদল করছেন অমৃতপাল সিং। অন্তত পাঁচবার গাড়ি বদলেছেন আর অগুনতি বার বদলেছেন পোশাক, পাগড়ি। অমৃতপাল সিংয়ের খোঁজ না-পেলেও এখনও পর্যন্ত তাঁর দেড়শোর বেশি সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দাদের দাবি, দিল্লি-সহ গোটা উত্তর ভারতজুড়ে খলিস্তানি সমর্থকদের একটি নেটওয়ার্ক সাহায্য করছে অমৃতপাল সিংকে। সেই নেটওয়ার্কের সদস্যদের সাহায্যেই অমৃতপাল সিং এতদিন ধরে পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দাদের নজর এড়িয়ে পালিয়ে বেড়াতে পারছেন।